গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল ৫টার দিকে কালিয়াকৈরের রাখালিয়ার চালা গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করে কালিয়াকৈর থানা পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-শিবিরের গোপন নথিপত্র ও জেহাদি বইপত্রও উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসইউ