ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট পেশ করলেন। এতো টাকা আসবে কোথা থেকে?
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল আলোচনা সভাটির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আ স ম হান্নান শাহ বলেন, সরকার ২০১৫-১৬ সালের বাজেট পেশ করছে। যার পরিমাণ ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকা। আমি অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করি, বাজেটতো পেশ করলেন, এতো টাকা আসবে কোথা থেকে?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে বহুল প্রত্যাশিত এই সফর। আশা করি, ভারতের সঙ্গে বাংলাদেশের বিবদমান বিভিন্ন সমস্যার সমাধান হবে।
হান্নান শাহ বলেন, একটি দেশের ট্রানজিট ব্যবহার করলে যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, আশা করি ভারতও সে পরিমাণ ট্যাক্স বাংলাদেশকে দেবে। এ বিষয়টি দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনায় আসবে।
তিনি ভারতের সমালোচনা করে বলেন, বাংলাদেশবিরোধী বহু কর্মকাণ্ডে ভারত অতীতেও সাহায্য করেছে, এখনও করছে।
ভারতের সঙ্গে বাংলাদেশে স্থলসীমানা চুক্তির বিষয়ে তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি নিয়ে আওয়ামী লীগ সরকার বড় বড় কথা বলছে। আসলে স্থলসীমান্ত চুক্তি হয়নি। শুধুমাত্র সংসদে বিল পাস হয়েছে।
বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ও সংগঠনের সভাপতি হুমায়ূন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডেমো্ক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এলকে/এএসআর