ঢাকা: ৪ জুন উপমহাদেশের খ্যাত সাংবাদিক সাপ্তাহিক ‘বেগম’ সম্পাদক ও সংবাদপত্র জগতের প্রবাদপুরুষ সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের একমাত্র কন্যা নূরজাহান বেগমের ৯০তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঢাকার নারিন্দায় শরৎ গুপ্ত রোডে তার বাসভবনে যান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মহিলা দল নেত্রী রায়হান বানু, সাবেরা আলাউদ্দিন, রাশিদা ওয়াহিদ মুক্তা, নাসিমা বেগম, হাসিনা বেগম প্রমুখ।
বিএনপি নেতারা নুরজাহান বেগমের বাসভবনে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শতায়ু কামনা করেন। পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আইএ