ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. তৌহিদুল সিকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার গগন বাজার সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল একই ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।
বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, রাতে গগন বাজার থেকে বাড়ি ফিরছিলেন তৌহিদুল। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসআই