গাইবান্ধা: গাইবান্ধায় চলমান বিশেষ অভিযানে শিবির কর্মী সবুজ মিয়াসহ (২২) ২০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (০৫ জুন) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, এদের মধ্যে গ্রেফতারকৃত শিবির কর্মী সবুজ একাধিক নাশকতার মামলার আসামি।
শুক্রবার ভোরে সদরের প্রফেসরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাংরাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এএটি/আরএ