ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের জন্য সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘বারিশ ও সাগরে ভাসা’ বাজেট বলে মন্তব্য করেছেন ২০দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
শুক্রবার (০৫ জুন) সকালে রাজধানীর আসাদ গেটের দলীয় কার্যালয়ে সরকারে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
শফিউল আলম প্রধান বলেন, আওয়ামী ওয়ালাদের এ বাজেট রাবিশ। এ বাজেট এ দেশীয় গোলাম ও বিদেশি প্রভুদের লুটপাটের বাজেট। ৫ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গদি দখলের নজরানা।
তিনি আরও বলেন, এ বাজেট আমাদের মানুষদের রক্ত ও ঘামের টাকায় ট্রানজিট-করিডোরের অবকাঠামো নির্মাণ করা হবে। অদৃশ্য ইশারায় প্রতিরক্ষা তথা সেনা খাতে বরাদ্দ নিতান্তই কম। মানব সম্পদ উন্নয়নে কার্যকর দিশানাই। এ বাজেট সাগরে ভাসা মানুষের মিছিল আরও লম্বা করবে। এক কথাই এ বাজেট রাবিশ। সাগর ভাসা বাজেট।
জাগপার মিডিয়া উইং ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
বিএস