ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় মুক্তি কাউন্সিলের ৪ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ৬, ২০১৫
জাতীয় মুক্তি কাউন্সিলের ৪ নেতাকর্মী আটক ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করার সময় রাজনৈতিক সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিলের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, সংগঠটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক আহম্মেদ মহিউদ্দিন (৫৫), সদস্য জাফর হোসেন (৪০), জাকির সুমন (৩০) এবং দীপা (২৪)।

রাজধানীর রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইব্রাহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অনুমতি না নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করায় তাদের আটক করা হয়েছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা জোরদার কর্মসূচির অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এসজেএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।