ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দেশব্যাপি জামায়াতের বিক্ষোভ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ৬, ২০১৫
দেশব্যাপি জামায়াতের বিক্ষোভ সোমবার

ঢাকা: জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতাদের আসন্ন রমজানের আগে মুক্তি দেওয়ার দাবিতে ৮ জুন (সোমবার) দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শনিবার (০৬ জুন) সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



বিবৃতিতে তিনি বলেন, ১৮ জুন পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস শুরু হওয়ার আগেই আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেওয়ার দাবি করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সংগঠন ঘোষিত কর্মসূচি দেশব্যাপি শান্তিপূর্ণভাবে সফলের  জন্য জামায়াতের নেতৃবৃন্দ ও দেশবাসীর প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা জুন ০৬,২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।