ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে ছাত্রলীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১৫
বান্দরবানে ছাত্রলীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে ছাত্রলীগের সম্মেলনে দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (০৬ জুন) বিকেলে স্থানীয় রাজার মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালে এ সংঘর্ষ হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলনের মধ্যেই কমিটি ঘোষণার আগে সভাপতি পদপ্রার্থী দুই গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে ২টি গাড়ি ও চেয়ারসহ সম্মেলনস্থলে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষের পরপরই নেতাকর্মীরা সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়  সভাপতি বদিউজ্জামান সোহাগসহ অন্যান্য নেতারা  নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা না করেই পুলিশি পাহারায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এরআগে জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাস, প্রচার সম্পাদক মো. ইছহাক, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ জানান, যারা এ বিশৃঙ্খলা করেছে তারা ভালো করেনি। এদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০৬ জুন, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।