ঢাকা: মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা ও জুলুম নির্যাতন বন্ধ করার আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াত।
শনিবার (০৬ জুন) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ আহবান জানান।
মায়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মায়ানমার সরকারের গণহত্যা,অত্যাচার- নির্যাতন ও বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ,ওআইসিসহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময় : ২০৫৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এলকে/বিএস ।