ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জামায়াতের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ৬, ২০১৫
রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জামায়াতের আহবান

ঢাকা: মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যা ও জুলুম নির্যাতন বন্ধ করার আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াত।

শনিবার (০৬ জুন) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ আহবান জানান।



মায়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মায়ানমার সরকারের গণহত্যা,অত্যাচার- নির্যাতন ও বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ,ওআইসিসহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময় : ২০৫৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।