ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ী সদর আ’লীগের সভাপতি রমজান, সম্পাদক ওয়াদিদ্দুজামান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ৬, ২০১৫
রাজবাড়ী সদর আ’লীগের সভাপতি রমজান, সম্পাদক ওয়াদিদ্দুজামান

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী খাঁন এবং মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদিদ্দুজামান।

শনিবার (০৬ জুন) অনুষ্ঠিত রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।



জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সম্মেলন শেষে সভাপতি পদে প্রার্থী আহ্বান করা হলে উপস্থিত কাউন্সিলরের ভোটে রমজান আলী খাঁন ও বর্তমান সভাপতি এস এম নওয়াব আলীর নাম প্রস্তাব করা হয়। পরে ভোটাভুটিতে রমজান আলী খাঁন সভাপতি নির্বাচন হন।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদর উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদিদ্দুজামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ০৬ জুন, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।