ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভূঞাপুর উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ভূঞাপুর উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. রমজান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।



শনিবার (০৬ জুন) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

রমজান আলীর ছেলে মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়ায় এক কর্মীসমাবেশে যোগ দেন তিনি। সমাবেশে কথা বলার এক পর্যায়ে রমজান আলী ব্রেন স্ট্রোকে করেন।

তিনি জানান, পরে দ্রুত রমজান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম রমজান আলী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।