ঢাকা: ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিকেল পৌনে তিনটায় তিনি সোনারগাঁও হোটেলের উদ্দেশ্যে রওয়ানা হন।
এ সাক্ষাতে আরো অন্তত ৫ জন সিনিয়র নেতা বিএনপি প্রধানের সঙ্গী হতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সূত্রমতে, মোদির সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে থাকতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
তবে বিএনপির পক্ষ থেকে কারো নামই নিশ্চিত করা হয়নি। বলা যায়, বিষয়টি নিয়ে অনেকটাই রাখ রাখ ঢাক ঢাক করে আসছে বিএনপি।
দলটির চেয়ারপারসন খালেদা জিয়া আদৌ মোদির সাক্ষাত পাবেন কি না না নিয়েও টানটান নাটক জমেছিলো কয়েকদিন। মোদির সফরসূচিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়টিই ছিলো না। শনিবার নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার আগের দিন শুক্রবার ভারতের তরফে জানানো হয়, শেষ তক মোদির সাক্ষাত পাচ্ছেন খালেদা।
দলীয় সূত্রের আভাস, মোদির কাছে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আয়োজনে ভারতের সহযোগিতা চাইবেন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপি যে ভারত বিরোধী দল নয়, তাও বুঝানোর চেষ্টা করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেডএম/
** মোদির সাক্ষাতে খালেদার সঙ্গী ৫