ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে এসে হোটেল সোনারগাঁওয়ের লবিতে অবস্থান নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান রয়েছেন তার সঙ্গে।
আগেই সেখানে হাজির হন স্থায়ী কমিটির আর এক সদস্য ড. আব্দুল মইন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বিকেল ৪টায় মোদি-খালেদা বৈঠক হওয়ার কথা রয়েছে।
রোববার বিকেল পৌনে তিনটায় গুলশানের বাসা থেকে হোটেল সোনারগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।
কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে চলে আসায় হোটেলের কাছে কারওয়ান বাজারে প্রগতি লাইফ ইনস্যুন্সে ভবনে অবস্থান নেন তিনি। পরে সেখান থেকে হোটেলে যান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদৌ মোদির সাক্ষাত পাবেন কি না না নিয়ে টানটান নাটক জমেছিলো কয়েকদিন। মোদির সফরসূচিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়টিই ছিলো না। শনিবার নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার আগের দিন শুক্রবার ভারতের তরফে জানানো হয়, শেষ তক মোদির সাক্ষাত পাচ্ছেন খালেদা।
দলীয় সূত্রের আভাস, মোদির কাছে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচন আয়োজনে ভারতের সহযোগিতা চাইবেন খালেদা জিয়া। একই সঙ্গে বিএনপি যে ভারত বিরোধী দল নয়, তাও বুঝানোর চেষ্টা করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেডএম
** মোদির অপেক্ষায় কারওয়ান বাজারে খালেদা
** মোদির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন খালেদা
** মোদির সাক্ষাতে খালেদার সঙ্গী ৫