ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দু’দেশ মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ৭, ২০১৫
দু’দেশ মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-ভারত মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দশম জাতীয় সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ।

রোববার (০৭ জুন) বেলা ৩টা ২০ মিনিটে হোটেল সোনারগাও’র সুরমা হলে বাংলাদেশে  সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



রওশন বলেন, তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর সমস্যা সমাধান হবে, তবে ধীরে ধীরে।   আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে।

তিনি আরও বলেন, স্থল সীমানা চুক্তি যে ভাবে ধীর গতিতে হলেও হয়েছে, তিস্তা চুক্তিও হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। দু’দেশ মিলে কাজ করলে বাংলাদেশ গিয়ে যাবে।
 
এর আগে রোববার (০৭ জুন) বেলা ৩টা ১৫ মিনিটে রওশন হোটেল সোনারগাও’র সুরমা হলে পৌছান রওশন এরশাদ। বেলা ৩টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। প্রায় ২০ মিনিটের মতো নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় রওশনের।  

রওশন এরশাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সেলিম উদ্দিন এমপি।

এর আগে শনিবার (০৬ জুন) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
বিএস 

** মোদির সঙ্গে বৈঠকে বসেছেন রওশন এরশাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।