ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির সদস্য শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার (০৭ জুন) বিএনপির পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।
বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরহুম শেখ রাজ্জাক আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পাশাপাশি শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
পিআর/এমএ