ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

এমপি নিজাম হাজারীর ২৬ অনুসারীকে থানায় সোপর্দ

কান্ট্রি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
এমপি নিজাম হাজারীর ২৬ অনুসারীকে থানায় সোপর্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: অস্ত্রসহ আটক ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ২৬ অনুসারী ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (০৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।



ফেনী মডেল থানার উপ- পরিদর্শক জিয়াউল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম বাদী হয়ে আটক ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তাদের আদালতে উপস্থাপন করা হবে।

আটকরা হলেন- আবু ইউসুফ (২৫) মহিউদ্দিন (১৯), শরিফুল ইসলাম রিপন (২৬), সালেহ আহম্মদ মিন্টু মেম্বার (৩৫), জামাল উদ্দিন (৪২),  শাহাদাত হোসেন (২৪), সারোয়ার হোসেন (২৯), আবুল কাশেম বেসু (৩৬), এনামুল করিম রাজিব (২৫), আশরাফুল ইসলাম মাসুম (২৩), ওমর ফারুক (২৪), ফরিদ (৩০), মোহাম্মদ রবিউল ইসলাম মানিক (২৪), ফারুক হোসেন (৩২), কফিল উদ্দিন সোহেল (২৮), শাহাদাত হোসেন (২৭), একরামুল হক সিফাত (২১), আবু বক্কর সিদ্দিক শুভ (২১), ইমরান হোসেন (২৬), আবদুর রহমান রিন্টু (১৯), আরাফাত হোসেন আসিফ (২৪), মাহবুবুর রহমান জেমী (২৫), হাসান (২২), রবিউল হক লিটন (৩৮), আবু তাহের (৩৫)।
 
এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এমপি নিজাম হাজারীর গাড়িবহরে তল্লাশি চালিয়ে ১৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৫     
এমজেড

** এমপি নিজাম হাজারির গাড়িবহর থেকে ১৭ অস্ত্রসহ আটক ২৬
** ফেনী রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষে ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।