খুলনা: সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুকে গভীর শোক প্রেকাশ করেছে খুলনা বিএনপি। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রোববার (০৭ জুন) বিকেলে এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, জাফরুলাহ খান সাচ্চু, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির সভাপতি ও চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজিদুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও ড. মামুন রহমান, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, ডা. গাজী আব্দুল হক, কওসার জমাদ্দার, মোল্লা আবুল কাশেম, আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, কওসার চৌধুরী, সাইফুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, এস এ রহমান বাবুল, আবুল খায়ের খান, শেখ আব্দুর রশিদ, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, সরদার আলাউদ্দিন মিঠু প্রমুখ।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে সাবেক স্পিকার রাজ্জাক আলী ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমআরএম/এমএ