ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৭, ২০১৫
শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জামায়াতের শোক

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রোববার (০৭ জুন) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ শোক প্রকাশ করেন।


 
শোকবার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট শেখ রাজ্জাকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদ,আইনজীবী, পার্লামেন্টারিয়ান ও সমাজসেবককে হারালো।

তিনি অ্যাডভোকেট শেখ রাজ্জাকের রুহের মাগফিরতা কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে সাবেক স্পিকার রাজ্জাক আলী ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ০৭,২০১৫
এলকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।