ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
রোববার (০৭ জুন) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট শেখ রাজ্জাকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদ,আইনজীবী, পার্লামেন্টারিয়ান ও সমাজসেবককে হারালো।
তিনি অ্যাডভোকেট শেখ রাজ্জাকের রুহের মাগফিরতা কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে সাবেক স্পিকার রাজ্জাক আলী ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ০৭,২০১৫
এলকে/বিএস