ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘মোদির সফরে বাংলাদেশ কিছুই পায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
‘মোদির সফরে বাংলাদেশ কিছুই পায়নি’

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর শতভাগ সফল হলেও বাংলাদেশ কিছুই পায়নি।

সোমবার (০৮ জুন) রাতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন।



তিনি বলেন, বাংলাদেশের জনগণ আশা করেছিলো ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি ও ফেনীর মুহুরী নদীর পানির ন্যায্য হিস্যা পাবে বাংলাদেশ।

কিন্তু এ দুই ইস্যুতে আলোচনা না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে বলে দাবি করেন চরমোনাই পীরসাহেব।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ‍জুন ০৮,২০১৫
এলকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।