সাভার (ঢাকা): সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে ৫০ জন বিএনপি কর্মী ও সমর্থক থানা যুবলীগে যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে তারা যুবলীগে যোগ দেন।
বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামের দেলোয়ার হাওলাদার, মাসুদ হাওলাদার, মারফত খানের নেতৃত্বে ঢাকা-১৯’র সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমানের হাতে ফুলের তোড়া ও গলায় মালা পড়িয়ে প্রায় ৫০ কর্মী সাভার থানা যুবলীগে যোগদান করেন।
এ সময় সংসদ সদস্য ডা. এনামুর রহমান যুবলীগে যোগদানকারীদের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণসহ সরকারবিরোধী শক্তিকে রুখে দিতে রাজপথে থাকার নির্দেশ দেন।
যুবলীগে যোগদানকারীরা সরকারের হাতকে শক্তিশালী কারার অঙ্গীকার করেন। দেশ ও জাতীয় উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন যোগদানকারীরা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
আইএ