ঢাকা: রাজধানীর বংশালে যুবলীগ নেতার হামলায় মো. রিপন (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) দুপুর ১টার দিকে বংশালের মালিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন বাংলানিউজকে বলেন, আমি বংশাল ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার দুপুর সোয়া ১টার দিকে মালিটোলায় বন্ধু ফারুকের ফোমের দোকানে বসেছিলাম। এসময় ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ ১৪/১৫ জন আমাকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা দোকানে ঢুকে মারধর শুরু করে।
পরে গুরুতর আহত অবস্থায় আমার বড় ভাইসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের নির্বাচন কেন্দ্র করে অনেকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরেই হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএ) রিয়াজ মোর্শেদ বাংলানিউজকে জানান, রিপনের হাতে ও পায়ে শর্টগানের গুলি পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, রিপনের হাতে-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এজেডএস/এসএন /এএ