রংপুর: নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে রংপুরে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৭ জুন) দুপুর পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অগ্নিসংযোগ, নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
এসবি/জেডএস