ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা সোমবারের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্কাবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের কাজ। তাই সোমবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।
এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, সোমবারের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতাদের রমজানের আগে মুক্তি দেওয়ার দাবিতে ৮ জুন (সোমবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এলকে/এসএইচ