ঢাকা: ঢাকা সফরে এই অঞ্চলে বাংলাদেশ ও ভারতের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর মাধ্যমে প্রকারান্তরে খালেদা জিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, অনেক অনুনয়-বিনয় ও দেনদরবার করে খালেদা জিয়া নরেন্দ্র মোদির সাক্ষাৎ পেয়েছিলেন।
বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত এমন অভিযোগ করলেও ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের সামনে বলেছেন, তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের মতো জিরো টলারেন্স ও এ অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে।
মূলত এর মাধ্যমে নরেন্দ্র মোদি বিএনপি নেত্রীকে আন্দোলনের নামে জামায়াতের জঙ্গিদের নিয়ে নিরীহ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ, মানুষহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয়ের বিরুদ্ধেই হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিএনপি কেন ভারতমুখী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, আপনি মোদির সঙ্গে সাক্ষাতের সময় কান্নাকাটি করেছেন কিনা জানি না; আপনি তার পায়ে প্রণাম করেছেন কিনা তাও জানি না; যতই অনুনয়-বিনয় করেন না কেন, কোনো লাভ নেই! আপনি ও আপনার দল বিশ্ব সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তার চিন্তাভাবনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাভাবনা এক ও অভিন্ন। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করে যাবে, যাতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত আরো বেশি প্রসারিত, দৃঢ় ও মজবুত হয়।
খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া বলেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে তিনি বাড়ি ফিরে যাবেন না। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই; কিন্তু খালি হাতে।
বিএনপি এখন পথহারা পথিকের মতো। তারাই বলছে, বিএনপি ২০১৯ সালের নির্বাচনের পরেও ক্ষমতায় যেতে পারবে না। তারাই বলছে, খালেদা জিয়াকে দিয়ে কিছু হবে না।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ফান্দে পড়লে যেমন বগা কান্দে, বিএনপিরও এখন সেই দশা। বিএনপি এখন সরকারকে অনুরোধ করছে, তাদের সঙ্গে একটু বসুন, কথা বলুন।
তিনি বলেন, তারা (বিএনপি) রাজনৈতিকভাবে বেকায়দায় থাকলেও ষড়যন্ত্রে এগিয়ে আছে। তাই, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বাধীনতার সপক্ষের শক্তির প্রতি অনুরোধ জানাবো।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- অরুণ সরকার রানা, এম এ করিম, শাহজাহান সাজু, বলরাম পোদ্দার, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসইউজে/এবি
** ফাঁদে পড়ে মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি