খুলনা: দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত খুলনা মহানগর ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় নগরীর শহীদ হাদিস পার্কে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপিসহ খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর খুলনা মাহানগর ছাত্রলীগের সবশেষ সম্মেলন হয়েছিলো। এরপর প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও নগরীর পাঁচটি থানা ও ১৬টি কলেজের সম্মেলন করতে পারেননি বর্তমান কমিটির নেতারা। পুরনো থানা ও কলেজ কমিটিগুলোও বিলুপ্ত করা হয়েছে। এজন্য সম্মেলন উপলক্ষে কাউন্সিলরের তালিকাও তৈরি হয়নি। ফলে কাউন্সিলর ও কাউন্সিল অধিবেশন ছাড়াই নেতাদের মতামতের ওপর নির্ভর করছে কমিটি গঠন প্রক্রিয়া।
সম্মেলনে সভাপতি পদপ্রার্থীরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, সহ-সভাপতি তাজমুল হক তাজু ও সোহাগ হাওলাদার মুজিব।
সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান রাসেল, আইন সম্পাদক আহসানুল কবির অমি, নগর সাংগঠনিক সম্পাদক আলিমুল জিয়া, স্কুল ছাত্র সম্পাদক শেখ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক নিশাদ ফেরদৌস অনি, যুগ্মসম্পাদক রেজাউল করিম সবুজ, অর্থ সম্পাদক স্বজল বাড়ই ও সাংগঠনিক সম্পাদক হিরণ হাওলাদার।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এমআরএম/এসএন/এএ