রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে বিপ্লব মাহমুদ (৩২) নামে ছাত্রলীগের এক নেতা মারা গেছেন।
সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলা সদরের গোল্লাপাড়ায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
বিপ্লব তানোরের সিধাইড় গ্রামের আরজান আলীর ছেলে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বিপ্লবের বাবা আরজান আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া হাজি ছাত্রবাসে থাকতেন বিপ্লব। রোববার (৭ জুন) দিনগত রাতে অতিরিক্ত গরমের কারণে ছাত্রাবাসের ছাদে ঘুমান। ভোর ৫টার দিকে হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
এসময় বাজারের নৈশপ্রহরীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বিকেলে বিপ্লবের গ্রামের বাড়ি সিধাইড়ের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান তার বাবা।
এদিকে বিপ্লবের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, উপজেলা সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএস/এসএন/এএ