ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গরু বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
এ মামলায় ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল নেতা সোহাগ হোসেন, ছাত্রদল নেতা মিলনসহ ১২ নেতাকর্মী আদালতে জামিন আবেদন করে।
জামিন নামঞ্জুর করে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
পিসি/