ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা গ্রেফতার করায় শাহজাহানের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ৮, ২০১৫
বিএনপি নেতা গ্রেফতার করায় শাহজাহানের নিন্দা

ঢাকা: ফেনী জেলার ফুলগাজী উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান গোলাম রসুল ওরফে গোলাপ চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

সোমবার (০৮ জুন) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও নিন্দা জানান।



মো. শাহজাহান বলেন, এভাবে নেতা-কর্মীদের গ্রেফতার এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবেনা। গোলাপ চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক অপশাসনেরই অংশ।

অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের হওয়া ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।