ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টি ক্ষমতায় এসে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জাতীয় পার্টি ক্ষমতায় এসে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, বিএনপির পর আওয়ামী লীগের চলমান শাসনামলে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। এদের থেকে মুক্তি চায় জনতা।

জাতীয় পার্টি ক্ষমতায় এসে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।

সোমবার (৮ জুন) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন নারীদের নিরাপত্তা নেই। অথচ জাতীয় পার্টির সরকারের সময় এমন অবস্থা ছিলনা। তাই জনতার সমর্থন নিয়ে জাতীয় পার্টি ফের ক্ষমতায় আসবে। এ সময় তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এরশাদ বলেন, ১৪ বছর পর মনে অনেক আশা নিয়ে বরিশাল এসেছি। ১৯৯৯ সালে কাউন্সিল করার পর আবার কাউন্সিলে এসে দু’পক্ষের বিরোধ দেখতে পেলাম। তিনি নিজেদের মধ্যে চলমান বিরোধকে পরিহার করে আগামী নির্বাচনে প্রস্তুতি গ্রহণের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় জাতীয় পার্টিকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, দুঃশাসন থেকে সুঃশাসনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই তাই আরেকবার জাতীয় পার্টিকে ক্ষমতায় আসার সুযোগ দিন।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই শুধু জেলায় নয় ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর এদেশ সফরের বিষয়ে তিনি বলেন, আজ ছিটমহলবাসী মুক্তি পেয়েছে, তিস্তার পানি পাওয়ারও ইঙ্গিত পাওয়া গেছে।

এরশাদ বলেন, সার্বিক দিক বিবেচনা করে বরিশালে কোন কমিটি ঘোষণা করা হলো না। এ বিষয়ে ঢাকায় গিয়ে জানানো হবে।

এর আগে সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ.কে.এম মুরতজা আবেদিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু-এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা-এমপি।

এ সময় বক্তব্য রাখেন- যুগ্ম মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির,  প্রাদেশিক বিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম তালুকদার-এমপি, সদস্য আমির হোসেন ভূঁইয়া-এমপি, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসেন মৌসুমি জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আলতাফ হোসেন ভাট্টিসহ দলীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, সম্মেলন নিয়ে জাতীয় পার্টির দুই গ্রুপে বিভক্তি হয়ে পড়লে কিছুটা উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টায় এরশাদের অবস্থানস্থল বরিশাল সার্কিট হাইজের সামনে জেলা জাপার সাবেক সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলামের সমর্থকরা কাফনের কাপড় পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে পুলিশের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এ নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখায়াত হোসেন জানান, তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।