ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারের প্রবণতা ছাত্র রাজনীতিকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
সোমবার (০৮ জুন) দুপুরে সংসদ ভবনের আইপিডি কনফারেন্স হলে নেদারল্যন্ডভিত্তিক সংস্থা টেরি দাস হোমস’র সহযোগিতায় সোস্যাল অ্যান্ড ইকোনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) আয়োজিত ‘করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি: পথশিশু ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, ছাত্রদের আধিপত্য বিস্তারের রাজনীতির জন্য শিক্ষকরাও অনেকাংশে দায়ী। কলুষিত ছাত্র রাজনীতির প্রভাব পড়ছে নতুন প্রজন্মের উপর।
পথ শিশুদের বিষয়ে তিনি বলেন, শুধু আইন করে সবকিছু করা যায় না, মানসিকতার পরিবর্তন দরকার।
ডেপুটি স্পিকার সমাজের অবহেলিত শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এদিয়ে আসার আহ্বান জানান। কো-অপারেট সোস্যাল রেসপনসেবলিটির (সিএসআর) জন্য একটি নীতিমালা করার দরকার বলেও মত দেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, সরকার শিশুদের শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এখন শুধু প্রয়োজন নাগরিক সচেতনতা। শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো প্রতিটি অভিভাবকের নৈতিক দায়িত্ব। সব শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি তাদের স্কুলমুখী করার দায়িত্বও আমাদের নাগরিক সমাজ ও প্রতিটি বিবেকবান মানুষের।
পথশিশুদের স্কুলমুখী করতে সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠাগুলোকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্পিকার মো. ফজলে রাব্বী।
অনুষ্ঠানে করপোরেট সামজিক দায়বদ্ধতা (সিএসআর) সম্পর্কিত নীতিমালা দ্রুত বাস্তবায়ন ও সিএসআর শিশুদের পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
সিপ’র সির্বাহী পরিচালক ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য কাজী রোজী, অপরাজেয় বাংলাদেশের আমিনা বেগম, টেরি দাস হোমস’র কান্ট্রি ডিরেক্ট্রর মাহমুদুল কবির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএম/এএ