ঢাকা: মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ধারাবাহিক নৃশংস গণহত্যার কঠোর প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।
এ ঘটনায় মায়ানমার সরকারকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান তারা।
সোমবার (০৮ জুন) বিকেলে সংগঠনটির পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জানান হেফাজত নেতারা।
বিবৃতিতে হতারা বলেন, সম্প্রতি দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর মায়ানমার সরকার ও সংখ্যাগরিষ্ঠ উগ্র বৌদ্ধ জনগোষ্ঠীর সম্মিলিত ফ্যাসিবাদী জুলুম এবং গণহত্যা তীব্রতর হয়েছে। সে দেশে রোহিঙ্গাদের বসবাসের ন্যায্যতা ও নাগরিকত্বকে অস্বীকার করে কার্যত মানবতাবিরোধী নৃশংস পন্থায় ‘জাতিগত শুদ্ধি অভিযান’ পরিচালনা করছে মায়ানমার সরকার।
বিশ্বজুড়ে নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ সত্ত্বেও মায়ানমার সরকার ও দেশটির উগ্র সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা এহেন নিষ্ঠুর গণহত্যা ও বর্ণবাদী নির্যাতন বন্ধ করছে না বলেও অভিযোগ করেন হেফাজত নেতারা।
বিবৃতিতে হেফাজত নেতারা জাতিসংঘের ‘শরণার্থী পুনর্বাসন আইন’ অনুযায়ী বাস্তু ও রাষ্ট্রহারা এবং সাগরে ভাসমান রোহিঙ্গাদের নিজ দেশে পুনর্বাসনের আহ্বান জানান।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও মানবতার পক্ষে আওয়াজ তুলার দাবি জানিয়ে তারা বলেন, সংখ্যালঘুদের ওপর নৃশংস গণহত্যা চালানোর দায়ে এবং মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে থেইন সেইন সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা¸ জুন ০৮, ২০১৫
পিআর/এমএ