ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর পৌর কৃষকদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (০৮ জুন) বিকেলে স্থানীয় পৌর কৃষকদলের গ্রিন রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া-মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
ফুলপুর পৌর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সিদ্দিকুর রহমান, আব্দুর রশিদ, মোজাম্মেল হক কনু, শাহ মোহাম্মদ আলী, কৃষকদল নেতা রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, আজিজুল হক, রফিকুল ইসলাম, নাছির হোসেন, ফারুক আহমেদ, জালাল উদ্দিন, আবুল আহসান মানিক, মহর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আইএ