ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমায় পুলিশ নিহত

এমকে আনোয়ারসহ ৩১জনকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ৮, ২০১৫
এমকে আনোয়ারসহ ৩১জনকে অব্যাহতি এমকে আনোয়ার ও রুহুল কবির রিজভী

হরতাল অবরোধে পুলিশবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে এক পুলিশ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।



সোমবার (০৮ জুন) চার্জশিট ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরের জন্য আদালতে উত্থাপন করা হয়। এর আগে গত ০৪ জুন ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে স্বাক্ষর করে আগ‍ামী ২২ জুন আদালতে উত্থাপন করার নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

যাদের অব্যাহতির সুপারিশপ্রাপ্তরা হলেন- এমকে আনোয়ার, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুল আওয়াল মিন্টু, আজিজুল বারী হেলাল, রুহুল কবির তালুকদার দুলু, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, মীর সরাফত আলী সফু, কফিল উদ্দিন, সাজু, আ. কাইয়ুম, সাবেক কমিশনার আনোয়ার, মনির, হেলা, সাবেক কমিশনার মজিদ, সিরাজুল, বাবলু, আবুল বাশার, কালা খোকন, মোহন, বিএনপির নেতা
নবী উল্লাহ নবী, শাহাদাৎ হোসেন সেলিম, এছাহাক আলী সরকার, জয়নাল আবেদীন বাবুল, আব্দুল মতিন খান, মহিন হোসেন, হানিফ হোসেন ও সাত্তারকে।

ছাত্রদলের খিলগাঁও থানা সেক্রেটারি নুরুজ্জামান ওরফে জনি মারা যাওয়ায় তাকেও মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চার্জশিট দেওয়া হয়েছে- বিএনপি ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল, আনোয়ার হোসেন টিপু, মোহাম্মদ হোসেন, আব্দুল সাত্তার, রফিক আকন্দ, আলফাজ ও শাহ আলম।

চলতি বছরের ১৭ জানুয়ারি রাজধানীর শাহবাগ মোড় থেকে  বিএনপি জামায়াতের ১৫/২০ দলের একটি দল মৎস্য ভবনের দিকে আসার সময় রমনা চাইনিজের সামনে একটি পুলিশবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালায়।

এ ঘটনায় শামীম নামে এক পুলিশ কনস্টেবল মারা যান। ১৩ জন আহত হন।

পরে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ হোসেন, সাত্তার রফিক ও আলফাজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিদের জবানবন্দিতে অব্যাহতিপ্রাপ্ত মৃত নুরুজ্জামানের নামও আসে। কিন্তু তিনি ঘটনার ৩দিন পর ২০ জানুয়ারি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এমকে আনোয়ারসহ ৩০ জনকে অব্যাহতির সুপারিশে বলা হয়েছে মামলার এজাহারে নাম থাকলেও তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমআই/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।