ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনার হাতে মানচিত্র পূর্ণতা পেয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ৮, ২০১৫
‘শেখ হাসিনার হাতে মানচিত্র পূর্ণতা পেয়েছে’ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

ঢাকা: ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠা করেছিলেন। সমঝোতার ভিত্তিতে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতে সে মানচিত্র পূর্ণতা পেয়েছে।



সোমবার (০৮ জুন) সন্ধ্যা ৬টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেছেন।
 
ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মতিয়া চৌধুরী আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু  ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিটমহল চুক্তি করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সমঝোতার ভিত্তিতে সে চুক্তি বাস্তবায়ন করেছেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বহুল প্রতিক্ষিত এ চুক্তিকে খালেদা জিয়া ‘দাসত্বের চুক্তি’ বলেছিলেন। কিন্তু চুক্তি বাস্তবায়নের পর তিনি সেটাকে স্বাগত জানিয়েছেন। বর্তমান সরকারের সব উন্নয়নকে ধীরে ধীরে এভাবেই স্বাগত জানাবে বিএনপি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী ঘোষণা করেছিলেন আন্দোলন সফল না করে ঘরে ফিরবেন না। ঘরে তো ফিরেছেনই, এখন ঘর থেকে বের হওয়ার মুখ নেই। খালেদা বুঝে গেছেন সন্ত্রাস দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় না। আন্দোলনের নামে তার এ সন্ত্রাসবাদ মোদির মতো বিশ্ব নেতৃত্বও প্রত্যাখ্যান করেছেন।

প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা ভেবেছিলেন ভারতের বিরোধিতা করলেই পাকিস্তানি ও পশ্চিমা প্রভুরা খুশি হয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। তাই সে সময় তিনি (খালেদা) বাংলাদেশে সফরত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতে রাজি হননি। কিন্তু তিনি যখন বুঝতে পারলেন পশ্চিমা প্রভুদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া যাবে না, তখন তিনি মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পাগল হয়ে গেলেন। মোদিও খালেদাকে বলে দিয়েছেন, ভারত কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।

সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মোদি শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন, সমৃদ্ধির প্রশংসা করেছেন। আর খালেদা মোদির পায়ে ধরে দেখা করে দেশে গণতন্ত্র নাই বলে মায়া কান্না করেছেন। খালেদা দেশটাকে নষ্ট করতে চান। খালেদার অবস্থা এমন হয়েছে যে, দলীয় নেতা-কর্মীরা তার কথা শোনেন না।

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার (খালেদা) এখন উচিত ছেলে তারেক রহমানকে নিয়ে দল থেকে পদত্যাগ করা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, দপ্তর সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

** প্রকারান্তরে খালেদা জিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন মোদি

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৮ জুন, ২০১৫
আইএএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।