ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

চিকিৎসার জন্য ফখরুলকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
চিকিৎসার জন্য ফখরুলকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএসএমএমইউতে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মির্জা ফখরুলের স্ত্রীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও মো. ইকবাল কবিরের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার (০৯ জুন) দুপুরে এ নির্দেশ দেন।



এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা জেলা প্রশাসক, ডিআইজি (প্রিজন), কাশিমপুর কারাগারের জেলারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বারডেম হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে সোমবার (০৮ জুন) রিট আবেদনটি দায়ের করেন ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৫/আপডেট: ১৪১২ ঘণ্টা
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।