ঢাকা: বিগত কয়েক দশক ধরে মায়ানমার সরকার দেশটির মুসলিম রোহিঙ্গাদের ওপর যে অবর্ণনীয় জুলুম ও অত্যাচার চালিয়ে যাচ্ছে তা বন্ধে জাতিসংঘের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফন্ট (এনডিএফ)।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু এ আহ্বান জানান।
তিনি বলেন, মায়ানমার সরকারের মদতে মায়ানমারে বৌদ্ধরা সহিংস পথে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ফলে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান কক্সবাজার জেলায় শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছেন।
নিলু জানান, রোহিঙ্গা মুসলমানদের দুর্ভাগ্য, ধারাবাহিক নির্যাতন ও মানবিক বিপর্যয় থেকে উদ্ধার করে সন্তোষজনক ভূমিকা পালন করতে পারছে না জাতিসংঘ।
মায়ানমারে রোহিঙ্গাদের বিপর্যয় সর্বজনবিদিত বলে উল্লেখ করে এ পরিস্থিতি থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে জাতিসংঘের মহাসচিবের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন এনডিপির চেয়ারম্যান আলমগীর মজুমদার, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ও মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম এ রশিদে প্রধান ও মহাসচিব মো. মহিউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
জেপি/টিআই