ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পতাকার অবমাননা

জামায়াতের দুই নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুন ৯, ২০১৫
জামায়াতের দুই নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: জাতীয় পতাকার অবমাননা করায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানীপাড়া/বামুনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে তাদের আটক করা হয়।



আটক শিক্ষকরা হলেন-নোয়ানীপাড়া/বামুনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াতের রোকন আবু জাফর (৪৮) ও সহকারী শিক্ষক জামায়াত কর্মী সেকেন্দার আলী (৪৫)। আটক শিক্ষকদের বাড়ি নোয়ানীপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ওই বিদ্যালয়ে সরকারি অনুদানে দু’টি টয়লেট নির্মাণ করা হয়েছে। নির্মাণ শেষে টয়লেটের দরজায় রং দিয়ে জাতীয় পতাকা আ‍ঁকা হয়েছে। এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বিধায় দুই শিক্ষককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও বাংলানিউজকে জানান মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।