ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় অফ্ফার প্রামাণিক (৪০) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে সোনাহাটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
অফ্ফার প্রামাণিক ধুনট উপজেলার মাঝবাড়ি গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে। তিনি সোনাহাটা বাজারের চা বিক্রেতা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার (৮ জুন) দিন দুপুরে উপজেলার মাঝবাড়ি গ্রামের ডাবলু মিয়াকে সোনাহাটা বাজারে রামদা দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মিঠু প্রামাণিক বাদী হয়ে অফ্ফার প্রামাণিকসহ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় এজাহারভুক্ত আসামি অফ্ফার প্রামাণিকের চায়ের দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরএ/