ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদার অনেক আকাঙ্ক্ষার সাক্ষাৎ সফল হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ৯, ২০১৫
‘খালেদার অনেক আকাঙ্ক্ষার সাক্ষাৎ সফল হয়নি’ মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘অনেক আকাঙ্ক্ষার সাক্ষাৎ’ সফল হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন হলে দন্তচিকিৎসকদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।



‘বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০১৫’ এ ডা. শামসুদ্দোহা মজুমদার নিজাম ও ডা. আবদুল্লাহ আল মাসুদ খান টুটুল পরিষদের পরিচিতি উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য আকুতি-মিনতি করেছেন। সাক্ষাতও করেছেন। তিনি (খালেদা জিয়া) চেয়েছিলেন, মোদিকে সরকারের বিরুদ্ধে বলে আগাম নির্বাচনের কথা বলবেন। কিন্তু তিনি বুঝতে পেরেছেন, নির্ধারিত সময়ের আগে নির্বাচন হবে না। তার অনেক আকাঙ্ক্ষার সাক্ষাৎ সফল হয়নি। এজন্য দু’দিন না যেতেই বিএনপি সংবাদ সম্মেলন করে হতাশা প্রকাশ করতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের করা সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, জনগণ হতাশ হয়নি। হতাশ হয়েছেন খালেদা।

ওই সংবাদ সম্মেলনে তিস্তা চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দাবি করে বিএনপি। এ বিষয়ে হানিফ বলেন, মোদি সফরের ১৫ দিন আগেই বলা হয়েছিলো, এবার তিস্তা সমস্যা সমাধান হচ্ছে না। বিএনপি এ নিয়ে এখন বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে।

বিএনপির দিন ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি আরও বলেন, সন্ত্রাসের হোতা তারেক ও ব্যর্থনেত্রী খালেদা জিয়াকে বাদ দিয়ে দলকে ঢেলে সাজানো ছাড়া বিএনপির কোনো ভবিষ্যৎ নেই।

খালেদা জিয়ার সঙ্গে সরকারের আলোচনা বিষয়ে তিনি বলেন, ব্যর্থনেত্রীর সঙ্গে আর কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন নেই।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এমইউএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।