বরিশাল: বরিশাল মহানগর জাতীয় পার্টির (জাপার) সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম মরতুজা আবেদীন।
মঙ্গলবার (০৯ জুন) জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত দলের দ্বিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী মরতুজা আবেদীন এ পদে নির্বাচিত হয়েছেন। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মেলনের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। অচিরেই মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
যোগাযোগ করা হলে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসআর