ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মরতুজা বরিশাল মহানগর জাপার সভাপতি নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
মরতুজা বরিশাল মহানগর জাপার সভাপতি নির্বাচিত

বরিশাল: বরিশাল মহানগর জাতীয় পার্টির (জাপার) সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম মরতুজা আবেদীন।

মঙ্গলবার (০৯ জুন) জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত দলের দ্বিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী মরতুজা আবেদীন এ পদে নির্বাচিত হয়েছেন। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মেলনের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। অচিরেই মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

যোগাযোগ করা হলে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।