চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার এজাহারভুক্ত আসামি উপজেলা জামায়াত সেক্রেটারি মওলানা মোশারফ হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মওলানা মোশারফ হোসেন চান্দিনা উপজেলার রানীচড়া গ্রামের বাসিন্দা। তিনি রানীচড়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ।
২ জুন (মঙ্গলবার) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৭জন আহত হয়। এ ঘটনায় চান্দিনা পুলিশ বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ ২০জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় এ পর্যন্ত নয় জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএইচ