ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি, প্রটোকল ও সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এর বিরোধিতা করে মঙ্গলবার (০৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি বাম সংগঠন।
জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণ ফ্রন্ট নামে চারটি বাম সংগঠন একত্রে এসব চুক্তির বিরোধিতা করে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।
এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, গণসংহতি অন্দোলন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টও এর প্রতিবাদে পৃথকভাবে সমাবেশ করে।
এ সময় বক্তারা ভারত সরকারের সঙ্গে করা ২২টি চুক্তি বাতিলের দাবি জানান। বলেন, মোদি রক্ত মাখা হাত নিয়ে বাংলাদেশ সফর করেছেন। সরকারও তার সঙ্গে হাত মিলিয়েছে। মোদি নিজের স্বার্থেই এদেশে এসেছিলেন, তিনি দিয়ে গেছেন আশ্বাস আর নিয়ে গেছেন অনেক কিছু। তাই এসব চুক্তি বাতিল করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
টিএইচ/আইএ