সিলেট: হাফ ডজন মামলার পলাতক আসামি সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস শহিদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) সন্ধ্যায় নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া জামায়াত নেতা আব্দুস শহিদের বিরুদ্ধে অবরোধ চলাকালে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৬টি মামলা রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তিনি।
এছাড়া অন্যান্য থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান এসআই জাকির।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এনইউ/আইএ