সিলেট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বুধবারের (১০ জুন) সিলেট সফর স্থগিত করা হয়েছে।
বরিশাল থেকে ঢাকা ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান মঙ্গলবার (০৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (১০ জুন) এরশাদের সিলেট হয়ে সুনামগঞ্জ সফরের কথা ছিল।
এটিইউ তাজ রহমান আরও বলেন, পার্টির চেয়ারম্যান সুস্থ হওয়ার পর পরবর্তীতে সফরসূচি পুনরায় নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘন্টা, জুন ১০, ২০১৫
এনইউ/আরএইচ