ঢাকা: নাশকতার অভিযোগে সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
বুধবার (১০ জুন) রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ আদেশ দেন।
রফিকুল ইসলাম মিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
এর আগে ২৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ইএস/টিআই/এমজেএফ