ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রফিকুলের জামিন স্থগিত করেননি চেম্বার জজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
রফিকুলের জামিন স্থগিত করেননি চেম্বার জজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

ঢাকা: নাশকতার অভিযোগে সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি।  

বুধবার (১০ জুন) রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিষয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ আদেশ দেন।

ফলে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকলো বলে জানান আইনজীবীরা।

রফিকুল ইসলাম মিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

এর আগে ২৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
 
নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় এসব মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ইএস/টিআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।