ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মোদির সফরে জাতি উচ্ছ্বসিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
মোদির সফরে জাতি উচ্ছ্বসিত মাহবুব-উল আলম হানিফ

কুষ্টিয়া: নরেন্দ্র মোদির সফরে জাতি হতাশ নয় বরং উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার (১০ জুন) কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।



তিনি বলেন, তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার ১৫ দিন আগেই ভারতীয় কর্তৃপক্ষ বলেছিল, এই সফরে তিস্তা চুক্তি হবে না। এটা তো এজেন্ডার মধ্যেই ছিল না। এটা হবে না সবাই জানে। যেটা হবে না, এজেন্ডায় নেই, সেটা নিয়ে বিএনপি বলছে, জাতি হতাশ হয়েছে। জাতি হতাশ হয় নাই। নরেন্দ্র মোদির সফরে জাতি উচ্ছ্বসিত।

তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো উচ্চতার মাত্রায় পৌঁছেছে। ইতোমধ্যেই ছিটমহলসহ অনেক সমস্যার সমাধান হয়েছে। তিস্তার পানি চুক্তি সমস্যারও সমাধান হবে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ফিরে যাওয়ার আগের বক্তব্যে বলে গেছেন।

বিএনপি ও খালেদা জিয়ার কর্মকাণ্ডের সমালোচনা করে হানিফ বলেন, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একবার ভারত সফরে গিয়েছিলেন। তার এজেন্ডার মধ্যে গঙ্গার পানি নিয়ে আলোচনা করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। উনি সেই সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছিলেন, তিনি গঙ্গার কথা ভুলে গিয়েছিলেন। যে দলের নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে ভুলে যান, সেই দলের নেতারা নরেন্দ্র মোদির সফরকে বাঁকা চোখে দেখবেন, বির্তকিত করার জন্য নানা বিভ্রান্তিকর কথা বলবেন -এটাই স্বাভাবিক।

চুক্তি নিয়ে বিএনপি দলীয় নেতাদের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, যে ২২টি চুক্তি হয়েছে তা পত্রিকায় এসেছে। এসব গেজেটে আছে, পার্লামেন্টে আলোচনা হবে। এটি জাতি জানতে না পারার কোন কারণ নেই।
 
হানিফ বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জাতি খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদির একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা একটু জানতে চায়। সেটা একটু খোলাসা করে বললে জাতি উপকৃত হবে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে, তিনি ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।