ঢাকা: আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষ হত্যা ও বিশৃংখলা সৃষ্টি এবং বাকস্বাধীনতার নামে লাগামহীন বক্তব্য দিয়ে ইসলামী হুকুম-আহকাম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা কোনোটিই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বুধবার (১০ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত দিনব্যাপী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাকস্বাধীনতার নামে লাগামহীন বক্তব্যে জামায়াত ও জঙ্গিবাদকে উসকে দেওয়া হচ্ছে। শান্তির বাতিঘর হিসেবে ১৮৬৬ সালে কওমী মাদ্রাসা যাত্রা শুরু করেছিল। আজ জঙ্গিবাদের তকমা এটে নৈতিক শিক্ষার একমাত্র শিক্ষাব্যবস্থা কওমি মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র চলছে। এই অব্যাহত প্রচেষ্টায় ইংরেজ বেনিয়াদের অপচেষ্টার কথা কেউ ভুলে যায়নি, এখনও তাদের দোসররাই কওমি মাদ্রাসার আলো নিভিয়ে দিতে তৎপর। অথচ কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিলে দেশের শিক্ষার হার বেড়ে যাবে।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিচারকার্যের ধীরগতি জনগণের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা ছাড়া পেলে সমাজ ও দেশের শান্তি নষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই।
কর্মী সম্মেলন থেকে অবিলম্বে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি, দারুল উলূম দেওবন্দ ভারতে উচ্চশিক্ষা লাভে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সকলের বিচার সম্পন্ন ও মওদূদী ফিৎনা জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, জামায়াতের সকল আর্থিক সম্পত্তি বাজেয়াপ্ত ও প্রকাশনা নিষিদ্ধ, মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনশক্তি রপ্তানির নিরাপদ ও বৈধ ব্যবস্থা নিশ্চিত করণ, ইসলামের পরিপূর্ণ মর্যাদা রক্ষা ও অন্যান্য ধর্মের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শন নিশ্চিত করণ, ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণ, নারীর প্রতি সব ধরনের অসম্মান ও সহিংসতা বন্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ এবং পবিত্র মাহে রমযানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।
মাওলানা হুসাইনুল বান্নার পরিচালনায় ও সংগঠনের সহ-সভাপতি আল্লামা আবুল কাসেমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা রুহুল আমীন উজানবী, মুফদি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা আবূ সুফিয়ান যাকি, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা আবদুর রহীম প্রমুখ।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এটি/