ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বাবলার কার্যালয়ে সন্ত্রাসী হামলায় এরশাদের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
বাবলার কার্যালয়ে সন্ত্রাসী হামলায় এরশাদের নিন্দা হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি।

বুধবার (১০ জুন) এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানান।



বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর শ্যামপুর ইকো পার্কের সামনে অবস্থিত ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে সন্ত্রাসীরা তার চেয়ার লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এছাড়া তারা কার্যালয়ের ভেতরেও হামলা চালায়। এ সময় তারা চেয়ার- টেবিল, টেলিভিশন, এসিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

সন্ত্রাসীরা অফিসের দুই কর্মচারীকে কুপিয়ে আহত করে। এই ঘটনায় কদমতলি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।