ঢাকা: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ দলের শীর্ষ নেতা ও দেশের জনগণের ওপর সরকারের জুলুম-নির্যাতন থেকে হেফাজতের জন্য দোয়া কর্মসূচির আয়োজন করেছে জামায়াত।
শুক্রবার (১২ জুন) দেশব্যাপী ‘দোয়া দিবস’ ঘোষণা করে এ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মিথ্যা মামলায় জড়িয়ে সরকার অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। এছাড়া দেশব্যাপী দলের নেতাদের বিরুদ্ধে জুলুম-নির্যাতন ও ষড়ষন্ত্র চলছে। এ জন্য সারাদেশে ‘দোয়া দিবস’ কর্মসূচির ঘোষণা করা হলো।
তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের জনগণ ও বিদেশে অবস্থানরত বিশেষ করে মক্কা-মদিনার প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ১০,২০১৫
এলকে/আইএ